বন্ধ

চুনারাম মাহাতো

(১৯২৪-১৯৪২)

মানবাজারের কুর্দা গ্রামে জন্ম। তিনি মহাত্মা গান্ধী কর্তৃক প্রবর্তিত “অসহযোগ আন্দোলনে” অংশগ্রহণ করেন। ব্রিটিশ পুলিশ আট বছর বয়সে তাকে প্রত্যয়ন করে এবং জেলে পাঠায়।

তিনি মানবাজার থানা অবরোধের অগ্রভাগে ছিলেন এবং ১৯৪২ সালের ৩০ শে সেপ্টেম্বর পুলিশের গুলিতে মারা যান।

গ্রামবাসী তার স্মরণে “চুনারাম গোবিন্দ বিদ্যাবীঠ” উৎসর্গ করে।