বন্ধ

মহকুমা

জেলা ম্যাজিস্ট্রেট হলেন জেলা প্রশাসনের প্রধান। তিনি জেলাশাসক এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাও। তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সাধারণ), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উন্নয়ন), অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং ডি.এল. এবং এল আর ও., এস ডি ও.(সদর), এস ডি ও.(মানবাজার), এস ডি ও.(ঝালদা), এস ডি ও.(রঘুনাথপুর), 20 টি ব্লকের বি ডি ও. এবং অন্যান্য অফিসারদের দ্বারা।

পুরুলিয়া জেলার অধীনে চারটি মহকুমা রয়েছে:

ক্রমিক নম্বর মহকুমা মহকুমা অফিসারের নাম
০১ পুরুলিয়া সদর শ্রী উৎপল কুমার ঘোষ ,ডব্লিউ.বি.সি.এস (এক্সি.)
০২ রঘুনাথপুর শ্রী বিবেক পঙ্কজ , আই.এ.এস
০৩ মানবাজার মঞ্জর হোসেন আঞ্জুম, আইএএস
০৪ ঝালদা শ্রী মানস কুমার পান্ডা ,ডব্লিউ.বি.সি.এস (এক্সি.)